কবি ও লেখক নীলকণ্ঠ জয়ের আজ জন্মদিন। তিনি আজ আগামীর ajagami24.com-নির্বাহী সম্পাদক। এ ছাড়া জলছবি প্রকাশনের সম্পাদনা প্যানেলের একজন সম্পাদক তিনি। পেশায় ব্যাংকার গুণী এই লেখকের একটি কাব্যগ্রন্থ ছাড়াও বেশ কয়েকটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে।
তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থের লেখক। নীলকণ্ঠ জয় বর্তমানে সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন সম্পাদনা করছেন।