কুনোব্যাঙ /আঞ্জুমান আরা খান

ঝিলের জলে নাইতে গিয়ে

ব্যাঙের হলো সর্দি!
চশমা চোখে শিয়াল মশাই
সেজে এলেন বদ্যি।

সুযোগ বুঝে ধূূর্ত শিয়াল
আঁটলো মনে ফন্দি!
কেমন করে ব্যাঙ জাতিকে
রাখবে ঘরে বন্দি!

ঝড় বাদলে ভিজতে মানা
নামতে মানা জলে,
কড়া নিয়ম তেতো ওষুধ
ঢালতে হবে গলে!

এসব দেখে ব্যাঙের মাথায়
পড়ল যেন বাজ,
কিছু পালায় ঘরের কোণে
ফেলে সকল কাজ।

নিয়ম মেনে কিছু ব্যাঙের
সুবোধ আচরণ
সেদিন থেকেই কুনোব্যাঙ
তাদের নামকরণ!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান