লুকোচুরি খেলা/খোন্দকার শাহিদুল হক




মা গো আমি খেলতে যাব
খেলার অনেক সঙ্গী পাব
লুকোচুরির খেলা
খেলা শেষে ফিরবো সাঁঝে
বকবে না তো খেলার মাঝে
কাটলে কিছু বেলা?

পুড়োবাড়ীর ঘরের কোণে
কিংবা ঝোঁপে সংগোপনে
লুকায় গিয়ে যারা
তখন তাদের খুঁজতে হবে
কোথায় আছে বুঝতে হবে
খুঁজে পেলেই সারা।

খুঁজতে গিয়ে ছুটোছুটি
কিংবা হেসেই লুটোপুটি
কেউবা বলে ধাপ্পা
ধাপ্পা খেলেও হেরে যাবে
নতুন করে খুঁজতে যাবে
হোক যতই খাপ্পা।

এমন খেলা খেলতে হলে
যেতেই হবে পৃথক দলে
চলো না হয় খেলি
লুকাই যদি বলবে ডেকে
এদিক সেদিক দৃষ্টি রেখে
খোকা কোথায় গেলি?

শব্দ করে সাড়া দেব
আবার নতুন জায়গা নেব
বলবো আমি টু-উ-ক
তুমি তখন খুঁজতে গিয়ে
না যদি পাও চুপটি দিয়ে
কাঁপবে তোমার বুক!

ফিরে এসে গলা ধরে
বলবো আমি আদর করে
ছিলাম কাছাকাছি
তোমার খোকা অনেক বড়
হয় না ভয়ে জড়সড়
এই তো আমি আছি।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান