অদৃশ্য শত্রু ।। জয় মজুমদার

হঠাৎ আসলে তুমি এক অদৃশ্য শত্রু হয়ে-
সাথে নিয়ে গেলে অনেকগুলো তাজা প্রাণ;
তোমার ভয়ে শঙ্কিত হয়ে পুরো জাতি হয়েছে নিষ্প্রাণ।

তোমার কাছে ধর্ম নেই -বর্ণ নেই –
নেই কোন ভেদাভেদ, নিঃস্ব করে নিয়ে যাও;
পুরো পরিবার কে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে।

অতিথি হয়ে এসেছো তুমি এই নব পৃথিবীতে –
এবার একটু ক্ষান্ত দাও, মানব জাতিকে স্বস্তি দিয়ে।
আর কত নিরপরাধ মানুষ হত্যা করবে??
তোমার এই অদৃশ্য অস্ত্র দিয়ে-
এবার একটু বিদায় নাও তোমার বীরের দেশে।

তোমার অদৃশ্য অস্ত্রের আঘাতে –
পুরো জাতি ক্ষত-বিক্ষত ;
মানবজাতি কি এই অপূরনীয় ক্ষতি –
কাটিয়ে উঠতে পারবে?
এবার না হয় একটু বিদায় নাও আপাদমস্তক হয়ে-

তোমার উপস্থিতিতে হাজারো মানুষের শোক;
কেও হারিয়েছেন মা- বাবা –
কেও হারিয়েছেন ভাই বোন-
আবার কেও বা হারিয়েছেন আপনজন প্রতিবেশী কে-
তোমার অদৃশ্য অস্ত্রের আঘাতে –
নেমে আসলো শোকের মাতনে।

আর কত কেড়ে নিবে –
এই ভাবে মানব জাতির প্রাণ??
এবার না হয় একটু বাঁচার সুযোগ দাও –
তোমার নিকট এই আকুল আবেদন ।

তোমার এই রুপের রহস্য –
আজও পেলাম না খুঁজে;
ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনে-
তোমারই ছলনা ।

মানবজাতিকে ধ্বংস করার জন্য-
আর কত দেখাবে তোমার রূপের মহিমা;
এবার না হয় একটু বিদায় নাও –
তোমার আপন ঠিকানা।