অপূর্ণ স্মৃতি// ফয়জুন্নেসা মণি

টুকরো কিছু স্মৃতি মনে সুখের আবেশ ছড়িয়ে দেয়
দুঃখের পরশ মাখিয়ে দেয়।
শীতের সকালে শিশিরের বিন্দু দিয়ে আঁকা
মাঠের সীমানায় পা টেনে হেঁটে যায়-
নিশিথের ঘুম।
ভুলে যাওয়া স্মৃতিতে জং ধরে যখন
টিনের চালে বর্ষার জলে রুপালি সরল রেখা
ছোট ছোট গর্ত করে জমিয়ে রাখে সেইসব
হারানো পুরনো ঝলমলে স্মৃতি
মনে পরে যায় অপূর্ব নিসর্গ।
চোখ জুড়ায়-পূর্ণতাকে জড়িয়ে ধরে থাকার
স্বপ্ন দেখে দেখে।

কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য