আঁধার।। অলিয়ার রহমান

এখন অনেক রাত-ঝিঁঝিঁপোকা চলে গেছে ডেকে
রাতজাগা পাখি তবু আঁধারেতে বেঁচে থাকা শেখে
একখানি বাঁকা চাঁদ- সে-ও আজ কালো মেঘে ঢাকা,
আর কভু উড়বে না- মানুষের বিবেকের পাখা?
আর কভু দেখবে না- সোনামুখ ভিজে যায় জলে?
হায়েনারা বাঁধাহীন- মিশে যায় মানুষের দলে!
এভাবে মানুষ কমে-বেড়ে যায় হায়েনার পাল,
দানবীয় পোকা এসে আঁধারেতে বুনে গেছে জাল।
সে জালে বিবেক বাঁধে-মানুষের মাথা হয় ফাঁকা,
এভাবে অচল হয়- মানুষের বিবেকের চাকা।
এভাবে বন্দী সবে- মমতার দেখা নাহি মেলে,
আবার মানুষ হবে- কাঙ্ক্ষিত ভালোবাসা পেলে।

এখন অনেক রাত- কবে হবে মোহনীয় ভোর?
আর কতো বেঁচে থাকা, সাথে নিয়ে অমানিশা ঘোর?
এভাবে মানুষ বাঁচে- একা একা ভালোবাসাহীন?
আসুক প্রলয় এক- মুছে দিতে বেদনার দিন।
আসুক আলোর ভোর- সেই মহাপ্রলয়ের পরে,
এক বুক ভালোবাসা রেখে যাবো তোমাদের তরে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন