আকাশ সীমানায়/মীনা পারভীন

বাতায়ন পাশে বসি
চেয়ে আছি দূর দিগন্ত পানে,
স্মৃতির হাওয়ারা এসে
লাগায় মৃদু মৃদু কাঁপন,
আজ তাকে পড়ে মনে
ছিল যে আমার কত আপন।
আজি খুঁজে ফিরি বার বার
আমার হারানো অতীত,
যা আজ ডাকছে পিছু
ফিরে আয়…ফিরে আয়… ফিরে আয়…।
কাটে দিন হেসে খেলে
রাত নিঃসঙ্গ কঠিন…
প্রাণ আনচান সদা বাজে দু:খের বীণ।
বালিশ ভেজে চোখের জলে
শূন্য চরাচর বিছানায় একলা…
কোনো এক প্রতীক্ষার রক্তিম ভোর
ছুঁয়ে যাওয়া রোদে কেটে যায় ঘোর।
ফের ছুটে যাই জীবনের পানে
আলতা রাঙা নুপুর পায়ে।
হৃদয়ে ফের খিলখিলিয়ে হাসে
দুই নয়নে কত রঙিন স্বপ্ন ভাসে
মনের ইচ্ছেরা যত উড়ে যায়
ওই দূর দূর আকাশ সীমানায়