আজ আমার নিমন্ত্রণ/হুমায়ুন কবীর

আজ এই মাঠে মাঠে সর্ষে ফুলের গন্ধ,
আজ এই এখানে বাতাস বহে মৃদু মন্দ।
আজ আমি দূরে অন্য কোথাও যাব না–
আজ এই মাঠেই আমার নিমন্ত্রণ আছে।

আজ পথের ধারে ধারে কত যে বনফুল,
তার বর্ণে, তার গন্ধে প্রাণ করে আকুল।
আজ দূরে – কাছে কোথাও যাব না—
আজ এই পথেই আমার নিমন্ত্রণ আছে।

আজ এখানে নদীর বুকে ছোটো ছোটো ঢেউ,
কেন জানি হৃদগগনে দিচ্ছে দোলা কেউ ।
আজ আমি অন্য কোনো সফরে যাব না ——
আজ এই নদীচরেই আমার নিমন্ত্রণ আছে।

আজ এখানে আকাশ জুড়ে তারকার মেলা,
আজ এখানে পুস্পকাননে প্রজাপতির খেলা।
আজ ভুলেও অন্য কোনো ভ্রমণে যাব না —
আজ এই এখানেই আমার নিমন্ত্রণ আছে।

আজ দিনভর এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
আহা! আজ কী যে সুন্দর এই সবুজ চত্বর !
তোমরা যে যেখানে যাবে যাও আমি যাব না —
আজ এই সবুজ চত্বরে আমার নিমন্ত্রণ আছে।

কবি Nasir Ahmed Kabul

সকল পোস্ট : Nasir Ahmed Kabul