একটা ট্রাজেডির বিজ্ঞাপন।। হুমায়ুন কবীর

হে শেক্সপিয়ার, আপনার জন্য দীর্ঘ সাতচল্লিশ বছর আমরা অপেক্ষা করছি।
দেখুন, ওথেলো, ম্যাকবেথ অথবা হ্যামলেটের মতো ট্রাজেডি সহজেই আপনি লিখতে পারবেন —–
কালবিলম্ব না করে চলে আসুন এই বাঙলায়।

হে সফোক্লিস,
হে ঈস্কাইলাস আপনাদের জন্য প্রায় অর্ধশতাব্দীকাল অপেক্ষা করছি আমরা।
একটা “ইডিপাস” অথবা” প্রমিথিউস বাউন্ড” লিখতে আপনাদের মোটেও বেগ পেতে হবে না।
একবার আসুন, প্রয়োজনীয় মালমশলা সব মজুদ রয়েছে এই বাঙলায়।

একজন ইবসেনের অপেক্ষায় রয়েছি আমরা সেই কতকাল!
তিনিও এলে সহজেই লিখতে পারবেন একটা “হেড্ডা গ্যাবলার “
আমরা তাকেও স্বাগত জানাবো —– একবার যদি তিনি আসতেন এই বাঙলায়!

এই বাঙলার সন্তান হে মধুসূদন, আপনিও আর একবার বেড়াতে আসতে পারেন আপনার নিজ ভূমে।
এই বাঙলার আকাশ – বাতাস থেকে খুঁজে নিতে কষ্ট হবে না আমাদের ট্রাজেডির মহানায়ককে।
আপনার প্রতিও বিনীত অনুরোধ, আসুন, একটা ট্রাজেডি লিখে দিয়ে যান।

হে মীর মশাররফ হোসেন, আপনাকে আজ আমাদের বড়ই প্রয়োজন।
এই বাঙলায় ৩২ নং -এ সহজেই আপনি পেয়ে যাবেন
অন্য এক কারবালা ট্রাজেডি।
আসুন, আর একটা ” বিষাদ সিন্ধু” লিখে দিয়ে যান।

হে অনাগত দিনের নাট্যকার, ট্রাজেডি লিখবেন? বলি,—ইউরোপ – আমেরিকা কোথাও আপনাকে যেতে হবে না।
এই বাঙলার হৃদয়েই পেয়ে যাবেন ইতিহাসের শ্রেষ্ঠ ট্রাজেডি।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়