একটি পাখি হতে খুব ইচ্ছে হয় /সুপ্রিয়া বিশ্বাস

একটি পাখি হতে খুব ইচ্ছে হয় আমার!
দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা, চড়ুই, টুনটুনি
শালিক , কোকিল কিংবা ময়ূর ,
যে-কোনো একটি পাখি হতে খু- উ -ব ইচ্ছে হয় আমার!
যখন তুমি আনমনে বসে রবে বারান্দাতে,
আমি চড়ুই হয়ে ফুড়ুক, ফুড়ুৎ উড়ব তোমার আশেপাশে।
অথবা
তোমার সাথে মিতালী করতে
দোয়েল হয়ে শিস দেবো সবুজ পাতার আড়ালে।
উদাস করা ভর দুপুরে যখন তোমার লাগবে একা,
আমি কোকিল হয়ে গান শোনাব কূহু কুহু তানে।
আমার ইচ্ছেগুলো পাখনা মেলে
উড়ে যেতে চায়
রোজ সকালে, রোজ বিকালে,
তোমার আকাশে!
ধরো, কোনো মন খারাপের সন্ধ্যা বেলায়,
বেলকনিতে দাঁড়িয়ে আছ বাউল মনে,
আমি ময়ূর হয়ে পেখম তুলে
নাচব তোমার ছাদ বাগানে।
কেমন হবে?
অথবা ময়না হয়ে বলব কথা তোমার সনে।
ফিসফিসিয়ে বলব তোমায়,
খেয়েছ? রাগ করেছ?
তাড়াতাড়ি বাড়ি এসো!
আমি কিন্তু বসে আছি তোমার প্রতীক্ষায়।