কবিতা : ক্ষরণ/আঞ্জুমান আরা খান

চোখের জলে সিক্ত আজও আমার চলার পথ,
হোচট খেয়ে চলছি তবু থামছে না তো রথ।

আকাশ-বৃষ্টি, দিবা-রাত্রি, ফুল-পাখি আর নদী!
সবই আছে আগের মতো তুমিই কেবল ছবি।

প্রণয়ডোরে সুখনীড় বেঁধে, ছিল যেথায় বসবাস,
সেখানে আজ নীড়ভাঙা ঝড়, নেই যে অভিলাষ!

দুমড়ে-মুচড়ে ভাঙ্গা হৃদয়ে আছে এক শূন্য খাঁচা!
অবিবাম সেথা চলে যে ক্ষরণ! নিত্য মরাবাঁচা।

হারিয়েছি যা সবটুকু আজ হয়েছে না বলা কথা,
তোমাদের ত্যাগে দেশ পেয়েছে গর্বিত স্বাধীনতা।

কষ্টের মোড়কে সে সুখের এক প্রবন্ধ করেছি রচনা,
ক্ষত-বিক্ষত প্রচ্ছদ এঁকেছি নেই সম্পাদনা।

মন-মন্দিরে মিছে মালা গেঁথে প্রতীক্ষায় দেহ-প্রাণ,
এই বুঝি এলে! ভুল করে ভাবি দুখের অবসান।

বিজয়ের দিনে কোটি-জনতায় তোমরা যে হও স্মরণ,
শ্রদ্ধাবনত জনতার ভীরে আমিও সাজাই তোরণ।