কবিতা : ‍বিজয় দিবস/দীপঙ্কর বেরা

বাংলাদেশের স্বাধীনতা
বিজয় দিবস এলে
সবার মনে স্বদেশ প্রেমের
ভাবনা দেয় যে মেলে।

কত শহিদ দিয়ে গেছেন
রক্তে রাঙা মাটি
সবুজ মাঝে লাল সূর্য তাই
সোনার মতো খাঁটি।

পাক শাসনের অবসানে
পদ্ম শালুক ফোটে
পূব দিগন্তে নবীন আলো
আবার জেগে ওঠে।