কাব্যিক উজবুক।। জাহিদুল যাদু

আজ আগামী সাহিত্য ডেস্ক

কবিতা আর লিখতে পারলাম কই
সবই হলো গদ্য, সবই হলো প্রবন্ধ
নয়তো ছাতামাথা।
কবিতা আর লিখবো কেমন করে
যখন বুকের মাঝে মিথ্যা অহমিকা!
কবিতা আর লিখতে পারলাম কই
সবই হলো প্রাত্যহিক বুকব্যথা,
সবই হলো আটপৌরে আদি রসের খাতা।
কবিতা আর লিখবো কেমন করে
যখন গোলাপ ঝ’রে বিঁধতে থাকে কাঁটা!

কবিতা লিখতে মরিয়া, ব্যস্ত ভীষণ নিউরণ
মনের মাঝে ছুটাছুটি বিক্ষিপ্ত ন্যুড শিহরণ।
কবিতা আর লিখবো কেমন করে
কবিতা তো কবেই গেছে মরে!
রেখে গেছে নষ্ট খারাপ মাথা
রেখে গেছে অকেজো কলম-কালি
রেখে গেছে বাংলার সব প্রমত্ত গালাগালি,
এখন শুধু স্বভাব দোষে কলম কামড়ে আহাজারি…
মাথাকুটে ছন্দের মিল চরণ-স্তাবক
কবিতা কি এতেই হবে! কবিতা কি এতেই হয়?
কাব্যিক উজবুক!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়