কার কী অপরাধ।। মোঃ মোস্তফা কামাল

হেসে খেলে প্রেম হলো
বিয়ে হলো তারপর
মহাসুখে দু’জনেতে
বাঁধা হলো ঘর।

দিন যায় মাস যায়
কেটে যায় বছর,
কোলে এলো ছোট শিশু
আলো করে ঘর।

শিশু পেয়ে দু’জনেতে
বাড়ে মাখামাখি
পুলকেতে ভরে উঠে
দুই জোড়া আঁখি।

তারপর কি যে হলো
দুই জনে আঁড়ি
কথায় কথায় হলো
বড় বাড়াবাড়ি।

দূরে-দূরে বসবাস
পূরণ হয় না সাধ
বারো বছর কেটে গেল- বুঝিলনা
কার কি অপরাধ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়