খই ভাজ

তাছাদ্দুক হোসেন

বর্ষার ফোটাগুলো
মারে হুইসেল,
দাদু বসে টাকে মাখে
সরষের তেল।

ইলিশের ঝাঁক নামে,
খিচুড়ির লোভে
কালোজিরা চাল নিয়ে
ডাল জলে ডুবে।

লোভনীয় ঘ্রাণে জিবে,
ঠোঁটে ঝরে লোল
টু টু করে ঘুরে খোকা
নেই ইশকুল।

হৈ হৈ নাই হাতে
কারো কোনও কাজ,
খেয়ে দেয়ে শুয়ে বসে
ভাজ্ খই ভাজ্!

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/০৩/নী/জ

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়