গুরুত্বহীন সময়।। তাহমিনা সুলতানা

একটা সময় ছিল যখন জল-ফড়িঙের
পেছনেও হন্যে হয়ে ছুটতাম!
ফড়িংটা কেন এতোটা গুরুত্ব পেতো, কে জানে!
পাহাড়কে কাছে পেতে হাঁটতাম অনেকটা পথ;
শুধু ভোরের আলো দেখবো বলে ঘুম থেকে উঠে পড়তাম অন্ধকারের কালো রাত্রিতে!

একটা দিন , একটা ক্ষণ, একটা মুখ
কতোই না গুরুত্ব পেতো একটা সময়ে!
সে কি উৎসাহ! কতো অপেক্ষা!
মনে পড়ে, একটা বিশেষ কণ্ঠের জন্য
কি ব্যাপক আগ্রহ ছিল আমার-
আজ, সব কণ্ঠ একই রকম ব্যঞ্জনাহীন।

আকাশের চাঁদটাকেও আগের মতো
অতোটা আহ্লাদি লাগে না।
এখন চাঁদ উপগ্রহমাত্র-
কাছ থেকে দেখলে নূড়ি পাথরে ভরা।
কোন কিছুই আর অতোটা গুরুত্বপূর্ণ নয় এখন !

সময়ই মূলতঃ সকল গুরুত্ব ধারণ করে-
আর এখন বোধহয় সময়টাই গুরুত্বহীন!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়