জলছবি প্রকাশনের পান্ডুলিপি আহবান

আগামী বইমেলায় (২০২১) জলছবি প্রকাশন থেকে যারা বই প্রকাশ করতে চান তাদেরকে  জলছবি প্রকাশনের ইমেইলে jalchhabi2015@gmail.com পান্ডুলিপি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া ফোনে প্রকাশকের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার ০১৮১৭১২৭৮০৭। পাণ্ডুলিপি বিজয় ফন্টে কম্পোজ করা হতে হবে।

পাণ্ডুলিপি সম্পাদনা ও বানান সংশোধনের সার্বিক দায়িত্ব জলছবি প্রকাশন বহন করে।

বই প্রকাশ নিয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন ও উত্তর

🙂 প্রশ্ন ১ : জলছবি প্রকাশন কী ধরনের বই প্রকাশ করে থাকে?

উত্তর : জলছবি প্রকাশন গল্প, কবিতা, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনীসহ সব ধরনের বই প্রকাশ করে থাকে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা বিতর্কক সৃষ্ট হতে পারে এমন কোন বই প্রকাশ করা হয় না।

🙂 প্রশ্ন ২ : নতুন লেখকরা কীভাবে জলছবি প্রকাশন থেকে বই প্রকাশ করতে পারে?

উত্তর : পান্ডুলিপি প্রকাশের জন্য নতুন লেখকদের প্রকাশনা খরচ বহন করতে হয়। জলছবি পান্ডুলিপি সম্পাদনা করে প্রকাশ করে তাকে। তবে সম্পদনা খরচ নতুন লেখকদের বহন করতে হয় না।

🙂 প্রশ্ন ৩ : বই প্রকাশ করতে সম্ভাব্য কী পরিমাণ প্রকাশনা খরচ পড়তে পারে?

উত্তর : বুক সাইজ (সাড়ে ৫ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি) বই ৩ থেকে ৫ ফর্মা পর্যন্ত (৪৮ থেকে ৮০ পৃষ্ঠা) ৩০০ কপি (৮০ গ্রাম অফসেট) প্রকাশ করতে ৩০ হাজার টাকা প্রকাশনা খরচ দিতে হয়। ৩ ফর্মার নিচে সাধারণ কোন বই প্রকাশ করা হয় না।
শিশুতোষ বই দুই ফর্মাও প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে প্রকাশনা খরচ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়।

🙂 প্রশ্ন ৪ বই প্রকাশের টাকা কখন দিতে হয়?

উত্তর : প্রকাশক কর্তৃক পাণ্ডুলিপি মনোনীত হওয়ার পর প্রকাশনার পুরো খরচ পাঠাতে হয়।

🙂 প্রশ্ন ৫ : লেখক কী পরিমাণ সৌজন্য কপি পেতে পারেন?

উত্তর : লেখকদের টাকায় প্রকাশিত বইয়ের ২৫০ কপি সৌজন্য হিসেবে নিত পারেন।

🙂 প্রশ্ন ৬ : লেখকের টাকায় প্রকাশিত বই বিক্রির কি পরিমাণ টাকা লেখক পেতে পারেন?

উত্তর : বইমেলায় ২৫% কমিশনে বই বিক্রি হয়। বিক্রিত টাকার অর্ধেক জলছবি প্রকাশন ও অর্ধেক লেখক পাবেন। এই টাকা মেলা শেষের দিকে লেখককে বুঝিয়ে দেয়া হয়।

🙂 প্রশ্ন -৭ : কবিতার বইয়ের জন্য কি আলাদা কোন নিয়ম রয়েছে?
উত্তর : কবিতার বইয়ের ক্ষেত্রে লেখক পুরো বই নিয়ে নিতে পারবেন। কবিতার বইয়ের বিক্রি কম বলে মেলায় বিক্রিত টাকার কোন অংশ লেখককে দেয়া সম্ভব হয় না।

🙂 প্রশ্ন-৮ : শিশুতোষ বইয়ের ব্যাপারে বলুন।

উত্তর : শিশুতোষ বই সাড়ে ৭ ইঞ্চি বাই সাড়ে ১০ ইঞ্চি বইয়ের প্রকাশনা খরচ বেশি। শিশুতোষ বই প্রকাশ করতে অনেক সময় রঙিন পৃষ্ঠা, রঙিন ছবি ও উন্নত কাগজ ব্যবহার করতে হয় বলে প্রকাশনা খরচ উল্লেখ করা সম্ভব নয়। এই হিসাবটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়।

🙂 অন্যান্য :
বইয়ের সম্পাদনা, প্রুফ রিডিংয়ের দায়িত্ব জলছবি প্রকাশনের। তবে ফাইনাল প্রুফ লেখককে দেখে বইয়ের প্রিন্ট অর্ডার দিতে হবে। লেখকের প্রিন্ট অর্ডার ছাড়া কোন বই প্রকাশ করা হয় না।
বইয়ের প্রচ্ছদ লেখক তার পছন্দ মতো শিল্পীকে দিয়ে করে দিতে পারবেন, তবে প্রকাশকের পছন্দ মতো হতে হবে।
বইয়ের প্রচ্ছদ নির্বাচনের একক দায়িত্ব প্রকাশকের। এ ক্ষেত্রে লেখকের সুপারিশ গ্রহণ করা হয় না বললেই চলে।
বিস্তারিত জানতে ০১৮১৭১২৭৮ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

নাসির আহমেদ কাবুল
প্রকাশক
জলছবি প্রকাশন

মন্তব্য করুন