জীবনের গল্প ।। পারভীন শীলা

শিল্পীর তুলিতে যে সৌন্দর্য ফুটে ওঠে
তাকে আমরা বলি শিল্প
কলমের কালিতে সাদা কাগজে যে আঁচড় কাটা হয়
তাকে আমরা বলি গল্প
জীবনের ধাপে ধাপে এগিয়ে যাওয়ার যে কাহিনী রচিত হয়
তাকে আমরা বলি উপন্যাস
জীবনের মোহ-মায়া ত্যাগ করে পথে পথে ঘুরে
যে জীবনটা ভোগ করা হয়
আমরা তাকে বলি সন্যাস।
দুঃখ!
কোনোটাই হতে পারলাম না
শুধু কাগজেই আঁচড়টা কাটলাম
তাও
আধখানা
সম্পর্কের ষোল আনার জায়গায়
অনুদান পেলাম
চারখানা।

সে চার খানায়ও কতো হিসেব-নিকেশ!

কি চেয়েছি আর কি পেয়েছি।
অবেলায় শুধু হিসেবটাই করে যাই,
চারিদিকে তাকিয়ে দেখি
সকলই শূন্য
আশেপাশে কেউ নাই,
নির্ঘুম রাত কাটে
ভাবনার করিডোরে ঘুরেফিরে
অতীতের দিকে ফিরে ফিরে চাই।
আবার-
ভোরের কর্মব্যস্ততায় ভাবি
এই তো আছি বেশ
আর তো মাত্র ক’টাদিন
একদিন-
জীবনের গল্পটা হবে শেষ।

০৪.০৭.২০২১