নদী ও নারী/নাসির আহমেদ কাবুল


নদী‌কে ভা‌লোবাস‌তে বাস‌তেই তোমা‌কে
চি‌নে‌ছিলাম নারী।
চি‌নে‌ছি? কতটা? ততটা নয়; মন ব‌লে যতটুকুুৃ।
প্রাণ ব‌লে শতভাগই যে রইল বা‌কি!

সাধক নই আ‌মি; বাউণ্ডু‌লে ক‌বি,
তোমা‌কে পাওয়ার জন‌্য
এই জীবন অকাত‌রে বি‌লি‌য়ে দি‌তে দিতে
বু‌ঝে গে‌ছি নারী কারো নয়
শুধুই তার নি‌জের।

তবুও ছু‌টে চলা, আগু‌নে ঝাপ দি‌তে দি‌তে
কেউ কবি হয়, কেউ মজনু
আর
ক‌য়ে‌সের হাড়‌গোর অ‌স্থিমজ্জা
প‌ড়ে থা‌কে
যা‌পিত ভূভা‌গে!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান