নীল আকাশ মেঘ ছুঁয়েছে।। তাহমিনা সুলতানা

তুমি আছো বলেই এখনো বৃষ্টি ঝরে
জলে ভেজে পুরোনো ঘরের দেয়াল
শ্রাবণী সন্ধ্যা নামে আজও মনের ঘরে
মেঘ আকাশ ছুঁয়ে দেয় খুব আজকাল।

তুমি আছো বলেই কিচ্ছু যায় আসে না
জানি না এখন সকাল নাকি বিকাল
মনের ঘরে রুনুঝুনু নুপুর –
ভুলে যাই সব,থাকে না কোন খেয়াল।

তুমি আছো বলেই পাহাড় গলে ঝর্ণাধারা-
এত্তো তাড়াঘড়ি
ইচ্ছে করে ছুটে গিয়ে সোনালি জল
আলতো হাতে ধরি।

তুমি আছো বলেই আজও সূর্য ওঠে
এখনো যে হয় ভোর
তুমি থেকো, থাকবে বলো
দেখে নিও, কাটবে না আমার ঘোর!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন