পদ্মা বহুমুখী সেতু।। মাহমুদা রিনি

প্রমত্তা পদ্মা আদরিণী কন্যা
বঙ্গভূমির বিস্তীর্ণ বক্ষে,
আড়মোড় ভেঙে দোলে দোদুল ছন্দে
কলকল ছলছল দুরন্ত চঞ্চল
ক্ষেপে গেলে আর নেই রক্ষে!

দুইপারে জনপদ উত্তর দক্ষিণ
পার হতে হয় কত ভোগান্তি রাতদিন
ঝড় বৃষ্টি কুয়াশায় জনজীবন অসহায়
ফেরী পারাপারে পড়ে দীর্ঘ লাইন

শিশুদের কান্নায়, বাবা-মা নিরুপায়
এ্যাম্বুলেন্সের সাইরেন
রোগীদের প্রাণ যায়
অফিসের ছুটি শেষ
নদীপাড়েই শেষমেশ
কাঁচামাল পঁচে প্রায়ই দীর্ঘ অপেক্ষায়।

বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী হাসিনা
ভাবলেন কত আর চলবে এই যাতনা!
পদ্মারে বাঁধো বেশ, শাসন করো অবশেষ
পারাপারে হবে সেতু এই আমি করি পণ
কারবার লাগে যত করো তার আয়োজন।

হতে পারি দরিদ্র তবু বুকে রাখি বল
তৈরি হবেই সেতু যা আছে সম্বল
জাতি মোরা বাঙালি, বাংলা করেছি জয়
আমরাও সব পারি এই হোক পরিচয়!

ষড়যন্ত্রের মুখে ছাই, বদনাম ঘুচে যায়
গালফুলো গলাবাজি, আর যত কারসাজি
কাটা কান,মুখে চুন পালিয়ে পথ পায়!
মাথা তুলে মহীয়ান গাই বিজয়ের গান
পদ্মাসেতু আমাদের পৃথিবীর সম্মান।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়