পরিবর্তন/এম এম এইচ মুকুল

প্রতিশ্রুতি ভুলে যাওয়া তোমার স্বভাব
আমি থাকি খেলাপী ঋণের আড়তে
সব দেনাকি জমে ওঠে মেঘমুক্ত শরতে?

বদলে যাওয়া তোমার অহঙ্কার
আমার বুক পকেটে জমে থাকে ফেলে আসা অতীত
পরিবর্তনের গল্পটা দুরত্বের রঙ মেখে স্পষ্ট হয়।

অতপর বৃষ্টি লুটে নেয় তোমার বিনুনির জলফোটা
আমার দৈনিক রুটিন খুটে খায় ঘুমপাখি।
যদি বিলেতি হাওয়ায় উড়ে যায় তোমার লজ্জার রুমাল
আচমকা গিলে খায় আজন্মের সংস্কার
লেনদেনের খাতা হবে উৎসুক কথানদী।
ঢেউ তুলে পাল খুলে
সব সাধনার মন্ত্র ভুলে
বিষাদের নীল খামে বন্দী হবে চারটি ঠোঁট
নিয়মের ঝাড়বাতিতে শব্দেরা সব বাঁধবে জোট।

‌‌‌‍★এম এম এইচ মুকুল
কুমুল্লী, মানিকগঞ্জ।