প্রতিধ্বনি

তাছাদ্দুক হোসেন

মিষ্টি ভোর‍ে ঘাসনূপুরে
খুকির পায়ে বাজলো সুরে,
সূয‍্যি মামা গায় সা গা মা
গালের পরে দিচ্ছে হামা।
রোদের দেহ নরম কী যে
যাচ্ছে সোনা যত্নে ভিজে।

গাল ফোলানো আজকে না,না,
কান্নাকাটি তাল বাহানা
আড়ির খেলা দিলাম ছুটি
গলায় ধরে ধুলোয় লুটি
বলছে হেসে রায়না মনি
সকল প্রাণে ছন্দে-গানে
শুনছি এরি প্রতিধ্বনি।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন