প্রেমের কবিতা।। তাহমিনা সুলতানা

তুমি না এলে জানা হতো না –
আকাশ হয় এমন গাঢ় নীল!
কে জানতো
চোখের কোলেও লুকিয়ে আছে
শাপলা শালুকের ঝিল ?

তুমি না এলে বোঝা হতো না-
মেঘের সাথে মনের কেমন মিল!
রোদেলা দুপুরে ডানা মেলতো না
একাকী ঐ দূরের গাঙ্গচিল

তুমি না এলে দেখা হতো না
বর্ষা- জলে ভেঁজা কদম ফুল
ভোলা হতো না এক জীবনে
জন্ম নেয়া শত -সহস্র ভুল

তুৃমি না এলে শব্দেরা সাজতো না
অন্তমিলে , কবিতা-কাব্যের বেশে
সোনালী দুপুর ডুবে যেতো অবেলা-
ধূসর মেঘ গায়ে জড়িয়ে মৃত্যুপুরির দেশে

তুমি এসেছো বলেই, জেনেছি,
আমি নইতো ঘুমন্ত আগ্নেয়গিরি-
ভুলে ভরা অজস্র অভিযোগ তাই
আজ অবলিলায়,দুই হাতে ছিড়ি।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়