ফেসবুক/অলিয়ার রহমান

চিঠি দিও প্রতিদিন

ফেসবুকে দিছে ডুব ছেলে-বুড়ো সকলে,
কেউ কেউ কেঁদে মরে পেরেশানি ধকলে।
দিন-রাত এক করে চলে শুধু আড্ডা,
নয় শুধু মিরপুর, রামপুরা – বাড্ডা।
সারাদেশে এই হাল, নেই কোন নিস্তার,
ঘরে ঘরে মোবাইল, নেটওয়ার্ক বিস্তার।
হেডফোন কানে দিয়ে পথ চলে নবাবে,
যত করো ডাকাডাকি-সায় নেই জবাবে।
সবে আজ আধা কানা-কানে আঁটে চশমা,
ফেসবুকে কোটিপতি – আধা পেটা রেশমা।
লেখাপড়া আজ শুধু কাগজ আর কলমে,
এই ক্ষত সারবে না সাতক্ষীরার মলমে।
কার কত লাইক আর একটিভ ফলোয়ার,
তাই নিয়ে মেতে আছে টাক পড়া দেলোয়ার।
এক হাত নেই তবু ফেসবুকে বক্সার,
হয়ে গেছে সমাজের নীতি বোধ ফ্র্যাকচার।
ফেসবুকে পরকীয়া ডালভাত আজকাল,
দস্যুরা হয়ে গেছে সমাজের দিকপাল।
প্রেম করে কেউ কেউ চলে আসে বাংলায়,
কেউ কি আছে – এই দেশটাকে সামলায়?