মৌরি হক দোলার তিনটি বই

মৌরি হক দোলার এ যাবত তিনটি প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ছোটগল্প ও বাকি দুটি উপন্যাস।

মৌরি হক দোলা খুব ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেন। প্রথমে অনলাইন সাহিত্য ব্লগের মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়। সহ-লেখকদের উৎসাহে তার বই প্রকাশের আগ্রহ বাড়ে। দোলার মা  এক সময় লেখালেখি করতেন। সংসার ও অন্যান্য কাজের জন্য এখন লেখালেখিতে খুব একটা না থাকলেও মেয়েকে তিনি সব সময় উৎসাহ যুগিয়ে আসছেন। সে হিসেবে উত্তরাধিকার হিসেবেই লেখালেখি দোলার মজ্জাগত।

২০১৯ সালের বইমেলায় দোলার প্রথম গল্পগ্রন্থ চাপাতলীর মোড়ে প্রকাশিত হয়।প্রকাশ করে বইপত্র প্রকাশনী। এর পরের বছর ২০২০ সালে প্রথম উপন্যাস সময়ের স্পন্দন প্রকাশ করে জনতা প্রকাশ। এ বছর কুহক কমিকস এন্ড পাবলিকেশনের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় মৌরি হক দোলার একটি পাণ্ডুলিপি মনোনীত হলে আয়োজক সংস্থা এ বছর বইটি প্রকাশ করবে। বইয়ের নাম পরিবেদন।

আমরা আজ আগামীর পক্ষ থেকে দোলার বইয়ের বহুল প্রচার কামনা করছি।

নাসির আহমেদ কাবুল

মন্তব্য করুন