বই প্রকাশ ও নতুন লেখকদের নির্দেশনা দিয়ে যাচ্ছে আজ আগামী

অনলাইন সাহিত্য ম্যাগাজিন আজ আগামী শুরু থেকে নতুন লেখকদের উৎসাহিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দশম বছরে এই অনলাইনটি শতাধিক লেখক ও কবিদের প্রেরণার উৎস হয়ে উঠেছে। লেখকরা এই মাধ্যমে যেমন তাদের লেখা প্রকাশ করতে সমর্থ হচ্ছেন, তেমনি প্রকাশিত লেখাটি নিয়ে আলাচনা-সমালোচনার মাধ্যমে ভুল সংশোধন করে নিতে সমর্থ হচ্ছেন। লেখালিখি ছাড়াও লেখকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ বিশেষ করে বই প্রকাশে সহযোগিতা দিয়ে আসছে।

আজ আগামীর সহযোগী প্রতিষ্ঠান জলছবি প্রকাশন-এর ওয়েব পোর্টাল www.jalchhabi.org এবং আজ আগামী www.ajagami24.com লেখকদের বিভিন্ন নির্দেশনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিবছর বাংলা একাডেমির বইমেলায় জলছবি প্রকাশনের স্টল বরাদ্দ থাকায় জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বই সরাসরি পাঠকদের হাতে তুলে দিতে পারছে। এ ছাড়াও জলছবি প্রকাশনের বই বিভিন্ন ইকমার্সের মাধ্যমে বিক্রি করার সুযোগ থাকছে।

আজ আগামীর রয়েছে অভিজ্ঞ ও দক্ষ সম্পাদনা পরিষদ। প্রতিটি লেখা অত্যন্ত যত্নসহকারে সম্পাদনা করে এই অনলাইনে প্রকাশিত হচ্ছে। বিশেষ করে জলছবি প্রকাশন থেকে নান্দনিক বই প্রকাশ করতে জলছবি প্রকাশনের বিকল্প নেই।

সাহিত্য ম্যাগাজিন আজ আগামীতে লেখা পাঠাতে হয় ইমেইলে। কেবলমাত্র মনোনীত মানসম্মত লেখা প্রকাশিত হয় আজ আগামীতে।

ইমেইল : jalchhabi2015@gmail.com ফোন : ০১৮১৭১২৭৮০৭