বদলে যায় সবকিছু।। রুমানা সিকদার

শেষমেশ এমনি বদলে যায় সবকিছু
চেনা পায়ে চলা পথ
বাতাসের কোলে ঝরা বকুল
যুগল চেয়ার
নকশায় রঙিন সুতোর স্মৃতিচারণ!
শেষমেশ এমনি বদলে যায় সবকিছু
কপোলের কালো তিলক
ঝাপসা হয় চোখের মায়া
হেসে উড়িয়ে দেয়া আধো রাতের অস্ফুট অভিমান!
পাখির চোখের মতো নরম আদর
সংসারী কয়েকটা আঙুল
খইয়ে পড়বে হৃদয় হতে ইচ্ছেগুলো,
শেষমেশ এমনি বদলে যায় সবকিছু!
নীলাম্বরী কিছু আবেগ
মুছে যাবে প্রেম অপ্রেমের মায়াবী কয়েকশো প্রহর
একটা হাতঘড়ি
থমকে যাবে আজীবনের জন্য
আধশোয়া এক জোড়া ফ্যাকাশে চশমা
নিবিড় অনাদরে হবে খানখান!
শেষমেশ এমনি বদলে যায় সবকিছু..
উঠোনের শূন্য বাতাস
নুয়েপড়া বাঁশঝাড়
জলের শব্দ
আরও চিনিগুড়া খিচুরির ঘ্রাণ
শেষমেশ এমনি বদলে যায় সবকিছু!
কুঁচকানো মলিন চাদর
কপালের ভাঁজে অদৃশ্য চুম্বন
মুঠোয় কিছু স্পর্শ!
সকল কথার বাতিঘর
শেষমেশ এমনি বদলে যায় সবকিছু!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়