বিজয়গাঁথা।। জয় মজুমদার

বিজয়গাঁথা বাঙালি জাতির অহংকার
তেজে ভরা মন, রক্তে রঞ্জিত পতাকা শোভিত স্বাধীন বাংলার স্বাক্ষর ।

তুমি ছেলে হারা পিতার অশ্রু বিসর্জন ;
তুমি রাখালের বাঁশির সুরে
ফসলের মাঠে নির্বাক মন।

তুমি বৃদ্ধ মায়ের অশ্রু কন্ঠে
যুদ্ধে যাওয়া সাহসী শক্তি ;
তুমি বৃদ্ধ বাবার শ্রেষ্ঠ সন্তান
কোটি জনতার শেকল বাঁধা হতে মুক্তি।

তুমি শ্যামল গাঁয়ের ছোট্ট বালক
মায়ের মুখে খোকা;
তুমি নিহত পিতার শোকের মাঝে অর্জিত স্বাধীন বাংলার বিজয়গাঁথা।

তুমি কৃষকের বুকে মুক্তির উল্লাস
তুমি কৃষাণীর হাতে মুঠো মুঠো সোনালী ধানের শীষ।
বাংলার সূর্য সন্তান’রা রুখে দেয় পাক-বিষ।

তুমি শস্য শ্যামল ফসলের মাঠে
কৃষক কৃষাণীর দীর্ঘশ্বাস ;
তুমি সবুজ বৃক্ষের ছায়াতলে বিজয়গাঁথার নিঃশ্বাস।

তুমি লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে
বিজয়গাঁথার প্রেরণার বাণী ;
বিনম্র শ্রদ্ধায় মাথা নোয়াই
জীবন দিয়েছো যারা সকল বীর সন্তানের প্রতি ঋণী।

বিজয় নিশান উড়িয়েছ পতাকা শোভিত স্লোগান ;
পরাধীনতার গ্লানি মুছে বাংলাকে
এনে দিয়েছ বিজয়ের জয়গান।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়