বিনম্র আষাঢ়/এ বি সিদ্দিক



কালের পৃষ্ঠায় অনুক্ষণ বয়ে চলে
ছোপ ছোপ বেদনার উল্লাসী পায়চারি!
তিমির নখের সাঁড়াশি আঁচড়ে উবে গেছে পদ্যময় জীবনখাতা!
সেই কবেই তো ঘুমঘোরে উবে গেছে
বিষাদী জীবনের খসড়া!
সফেদ ভাবনারাও ফিরে গেছে বাগধারা জীবনে।

কাঁটাতারের বলয়ে গ্রন্থিত রয়ে গেল
চেনা করিডোর…
তবু কলাবতী সুখতরঙ্গ
অসীম আকাশে ডানা মেলে লীলায়িত বৃষ্টিফোঁটার দীপ্ত সোহাগে!

বিষাদবৃক্ষ পাশে
ফোটেছে আজ আহ্লাদী কদম ফুল!
সৃজনের উল্লাসে কেঁপে উঠে
চিরায়ত ইচ্ছেফুল!

তাই তো বিরবিরিয়ে অস্ফুটে গেয়ে যাই
আষাঢ়সঙ্গীত
যদিও মিছিমিছি উপভোগ বনেদি কদম প্রীতি
তবু হৃদয়ের গিরিখাতে ফোটে থাক একগুচ্ছ কদম ফুল।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান