বিলাসী বিনাশ

শহীদুল হক বাদল

তারপর কী? আছে দুঃখ, বেদনাভরাও-
বিলাসী বিনাশ…!
অসুখ ঘিরেছে আমায়। ঐ ডাক্তার এসবের-
কিছুই জানে না। অদৃশ্য ভাঙচূূর, বিবর্তন সূক্ষ্ম রন্ধ্র-রন্ধ্রেও। আমায় ধরছে এ কোন মরণ কালবিনাশ? বিদ্রোহ করিও প্রাণপণ, বেঁচে থাকার কী নির্মম এক বিলাস। অদৃশ্য ঘাতক, কুরে-কুরেই খাচ্ছে, নরকঙ্কাল অসার এই দেহ। ভয়ঙ্কর ঐ সবক’টিই নরকীট। অতঃপর, স্পষ্ট করেও তুলে উচ্ছিষ্ট ফসিল।
এমনটা হবার কথাও তো ছিলো না। ভাবি,
কোন লজ্জায় এই মুখ দেখাতেই আবার-
ভালবাসার কাছেও যাবে তুমি? প্রিয়তমা…
এসবের কোনো কিছুইতো জানলে না তুমিও, হয়তোবা, জানবেও না- কোনোদিনই না…!!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন