বোশেখ রঙে।। মালেক মাহমুদ

ওরে
লাগছে গায়ে ভোরের হাওয়া আনন্দ হাসফাস
বৈশাখীরঙ ধারণ করে বাংলায় করি বাস
বাংলা সনের প্রথমবেলা
বটমূলে বইছে মেলা
ভোর বাতাসে মন খুশিতে দেখতে চলো যাই
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই।


আজ
আমরা সবাই মিলেমিশে করব নতুন কাজ
উড়িয়ে দিব মনের কেতন
বাঙালিমন হবেই চেতন
নতুনদিনের গল্পরেখায় শান্তিতে দেই নাচ।


আজ
গাছেরডালে নতুন পাতা নতুন করে সাজবে
বৈশাখী এ মেলার ভেতর হাজার মানুষ হাসবে
আমি
দেখছি চেয়ে ভোরেররেখা
মনবলে যায় আমি একা
দেখব চেয়ে চাঁদের হাসি
দেশকে আমি ভালোবাসি
বটমূলে দেখছি চেয়ে হাজার লোকের ভীড়
বোশেখ রঙে রঙিন আমার শান্তিরেখা নীড়।