ভালোবাসা-বাসি।।জাহিদুল যাদু



আমি হয়ত ভালোবাসতে পারি না যেমন করে ভালোবাসা-বাসি চলে পার্কের বেঞ্চে বেশরম-
নদীর পাড়ে!
যেমন করে হুটবন্দী রিক্সাতে হুড়োহুড়ি করে
ভালোবাসা চলে
পারি না হয়ত তেমন করে!

আমি হয়ত ভালোবাসতে পারি না যেমন করে
ভালোবাসা-বাসি চলে কথার পিঠে কথা-
মিথ্যে চাপিয়ে,
যেমন করে প্রকাশ্য রাস্তায় ঝগড়াঝাটি
করে ভালোবাসা চলে,
পারি না হয়ত তেমন করে!

আমি হয়ত ভালোবাসতে পারি না যেমন করে
ভালোবাসা-বাসি চলে আহ্লাদী ঢঙে-
সুবিধা আদায়ে,
যেমন করে অভিমানী খেলায় হাটে হাঁড়ি ভেঙে ভালোবাসা চলে
পারি না হয়ত তেমন করে!

পরিচিত হবার আগে যেমন গোপন লাজুক ভালোবাসা-বাসি ছিল দু’জনে –
জেনো আজও
ভালোবাসি ঠিক তেমন করে…

সে ভালোবাসায় আস্থা আছে তো?

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান