ভুলে যাওয়া সহজ।। জয় মজুমদার

চিরতরে ভুলে যাওয়ার পূর্বে
আমি অন্তিম লগ্নে ডুবে যাই।
ডুবে যাই কোনো অজুহাত ছাড়াই।

আমার জরাজীর্ণ দেহকে ভুলে গিয়ে ;
নতুনত্বের বন্ধনে রঙিন ডানা মেলে
আকাশের চুড়ায় পাড়ি জমালে।

হয়তো একদিন মনে পড়বে আমায় ভীষণ।
সেদিন ডুবে যাওয়া দেহখানি
ভেসে উঠবে লাশের তরী হয়ে।

মিছে মায়া আবেগ গুলো
সেদিন সত্যের পক্ষে কথা বলবে।
কথা বলবে ভেসে উঠা লাশের
তরী হয়ে কল্পনার উপলব্ধিতে।

সেদিন হয়তো আফসোসের সীমা থাকবে না।
কারন জরাজীর্ণ দেহকে আপন
আলোয় আলোকিত করে।
হঠাৎ নিঃশব্দের আড়ালে ভুলে গিয়ে,
সামিল হলে আমার লাশের মিছিলে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়