মানুষের মন।।অলিয়ার রহমান

এই দিন এই ক্ষণ
এই নিশি এই মন
কভু তুমি ফিরে পাবে আর?
এই শীত এই ভোর
চিরচেনা ঘরদোর
কবে যেনো হয়ে গেছে পর!
তুমি একা আমি একা
তবু শুধু বেঁচে থাকা
নতুনের মায়াডোরে বাঁধা,
তারপর একদিন
কেউ হবে সাথী হীন
বাকিদের চোখজুড়ে কাঁদা।
যতটুকু কাছে পাও
ভেদাভেদ ভুলে যাও
মনে করো অতীতের কথা,
হয়তোবা এই ভাবে
আর নাহি কাছে পাবে
সেইদিন শুধু শোক গাঁথা।
আজ এই দিনটাকে
জীবনের বাঁকে বাঁকে
বেঁধে রেখো বাকীটা জীবন,
ভুলে গেলে যাও তবে
কেউ আর এই ভবে-
খুঁজে ফেরে মানুষের মন?

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন