মিথ্যে বলো না।। রানা ইবনে আজাদ

স স স !! মিথ্যা বলো না,
সত্যের পরাকাষ্ঠা নও তুমি
এটা সকলেরই জানা
তবুও মিথ্যা বলো না।

অলীক ফানুসে ডুবিয়ে রেখ না।
জানো তো ফানুস পুড়ে গেলে
কেবল ছাই থাকে আর থাকে আগুন,
ছাই চাপা আগুন ।

তোমার কন্ঠনালী বেয়ে যে গরল
ওষ্ঠে এসে জমা হয়, আমি তা শুষে নিই
তৃষ্ণার্ত শুকিয়ে যাওয়া ঠোঁট দিয়ে ।

বুভুক্ষের মতো গলাধঃকরণ করি
সকল সাজানো কথামালা,
তারপরেও মিথ্যা বলো না।
নির্লজ্জের মতো ধারালো হাসি দিয়ে
বলো না ভালোবাসি ।

কবি Nasir Ahmed Kabul

সকল পোস্ট : Nasir Ahmed Kabul