মোহ ।। নিয়াজ জাহাঙ্গীর

তুমি আমাকে প্রচণ্ড ভালবাসতে ।
আমরা অনেক সুখি ছিলাম ।
ভাবতাম – জীবন কতই না সুন্দর !
একদিন তোমার মনোভূমিতে ঝড় উঠল । ঝড় !
তুমি পশ্চাৎভূমি ছেড়ে বিজয়ী যোদ্ধার মতো
অশ্ব ছুটালে তোমার বিজিত অধিক্ষেত্রের দিকে,
বিজয়ের নেশা, বিজয়ের মাদকতা ।
আমি এখনও তোমার জন্য অপেক্ষা করি ।
আমার বিশ্বাস তোমার ভুল ভাঙ্গবে,
তুমি যখন দেখবে বিজয়ের নামে
আসলে তুমি হেরেছ পুরোটাই,
তখন তুমি আমাকে খুঁজবে আমি নিশ্চিত,
কারণ তুমি যে আমাকেই ভালবেসেছিলে শুধু ।
আমি ছিলাম তোমার ভালবাসা,
যুদ্ধটা ছিল মোহ,
মোহ কেটে যায়,
ভালবাসা বুকের হাঁপরের বাতাস –
কি করে বাঁচবে বায়ুহীন মোহের কোটরে ।