রোদ্দুর।। তাহমিনা সুলতানা

পারো কি এই
মন খারাপের
মেঘ উড়িয়ে
হলুদ রোদে
ঢেকে দিতে

পুকুর জলে
কৃষ্ণচূড়া
ছায়া এঁকে
পাখির মতো
গান শোনাতে

কালো পাতায়
কমলা রঙের
অগোছালো
আঁকিবুকি
আঁচড় দিতে

হঠাৎ আসা
ঝমঝমিয়ে
নিরবদ্য
বৃষ্টি হতে
উঠোনটাতে

আমার এমন
মন খারাপের
ধূসর আকাশ
একেবারেই
বদলে দিতে

আগের মতো
তুমুল তুমুল
ঝড়ো হাওয়ায়
মুছিয়ে এই
বিষাদ দুপুর

শহরটাতে
কেমন যেন
নীলাভ আলো
বকুল ফুলের
কান্নার মতো

দৃশ্যটাকে
পাল্টে দিতে
তোমাকে চাই
যেমন করে
জাগিয়ে দিতে

শিরায় শিরায়
বুনে দিতে
নিদাঘ দুপুর
এ্যাকরাইলিকে
সাদা শাপলা-
বুকে রোদ্দুর।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়