শুভ সেপ্টেম্বর।। শাহনাজ পারভীন

শোকের আগষ্ট কে বিদায় জানিয়ে শুভ সেপ্টেম্বর
বৃষ্টিস্নাত সকালবেলার মেঘদূত! হেসে ওঠো সূর্যবৎ।
রাধাচূড়া, রঙ্গন, অলকানন্দা মেঘের মেয়েরা যেন,
ক্ষণেক্ষণে রঙে রঙে রংধনু মেখে নিয়ো সাতরঙ।

লাস্যময়ী সকালকে বুকে নিয়ে পেঁজা তুলোর মতোন
দুঃখজনক খবরগুলো উড়িয়ে নিয়ো বাউরি বাতাস।
বুনো ফুলগুলো পথের ধারে ফুটতে দিয়ে
রোদকে ভাসিয়ে দিয়ো বৃষ্টির জলে।
যেন জলগুলো ধীরে ধীরে নতুন বৃক্ষকে
উন্মুক্ত হতে দেয় ভালোবেসে রোজ।

আহা সেপ্টেম্বর! তুমি আজীবন এমনভাবেই দুঃখ শোককে লেপে দিয়ে
গ্রানাইট পাথরের মতো উজ্জ্বল হয়ে আলো ছড়িও চারদিক।
শুষে নিয়ো হিংসার আগুন, ঘৃণার দৃষ্টি, পরশ্রীকাতরতার বিষ, ক্রোধের অন্ধ অশ্রু।
হাহাকারের প্রতিধ্বনি, বিভীষিকার অনৈতিক গল্প।

মুছে দিয়ো বঞ্চিতের অশ্রু, এগিয়ে দিও দরদের হাত;
ফিরিয়ে দিয়ো অসম্মানিতের সম্মান, অধিকারহীনের অধিকার; রোগগ্রস্থের সুস্বাস্থ্য, মায়ের মুখের অমলিন হাসি।
দয়াহীনে ভরে দিয়ো অকৃপণ মায়া, ভালোবাসাহীনের হৃদয় উজাড় করা অকৃত্রিম প্রেম।
মানবতাহীন উষর মাটিতে সুশোভিত করো সততার বৃক্ষ;
ক্ষমা আর ভালোবাসা মেলে ধরো আকাশে আকাশে আজীবন।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়