সখার খোঁজে।। জয় মজুমদার

আমার একলা আকাশ মেঘাচ্ছন্ন,
দমকা হাওয়ার ঢেউ –
একলা গৃহে বসে আছি ডাকেনা তো কেউ।

সখা তুমি কোথায় গেলে দেখছি না তো গৃহে –
মনটা আমার পড়ে থাকে তোমার বসত ভিটার তীরে।

একটু পরে বৃষ্টি নামবে কোথায় গেলে তুমি-
সারা দুপুর খুঁজতে গিয়ে পথ হারিয়েছি আমি।

সখা তুমি ফিরে এসো ছোট সেই গৃহে-
তোমার জন্য মনটা শুধু-
পড়ে থাকে হাজার মানুষের ভিড়ে।

তোমার জন্য মনটা আমার করে আকুলতা –
শূন্য গৃহে পড়ে আছি তোমার ব্যাকুলতা;
তোমায় আমি খুঁজতে গিয়ে রয়েছি একা পথে-
সঙ্গ দাও একটু তুমি আমার পথ চেয়ে।

সারা দুপুর খুঁজতে গিয়ে পথ হারিয়েছি আমি-
বেলা গড়িয়ে যখন সূর্য মামা ডুবে যায়;
ঠিক তখনই তোমার খোঁজে পথ চেয়ে থাকি-
সেই ছোট্ট সোনার গাঁয় ;

তোমায় আমি সারা বেলা খুঁজতে গিয়ে-
পাইনি তোমার দেখা;
শূন্য গৃহে পড়ে আছি তোমারই আকুলতা।

সখা তুমি কোথায় গেলে শূন্য গৃহ ছেড়ে-
তোমার জন্য দেশ ভিক্ষারী রয়েছি পথ চেয়ে ;
তোমায় আমি খুঁজতে গিয়ে পেয়েছি অনেক সখা-
সঙ্গ দেইনি তোমার খোঁজে শুধু তোমারই আকুলতা।

কখনো কি আসবে ফিরে এই ছোট সংসারে –
তোমার খোঁজে পথ চেয়ে আছি এখনো সেই ভাঙ্গা গৃহে ;
সখা তুমি আসবে কখন তোমারই অপেক্ষায়-
সারাবেলা গেল আমার তোমারই আকুলতায়।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়