সভ্যতা।। অলিয়ার রহমান

সমাজ জুড়ে অপূর্ব এক সভ্যতা,
ভালবাসার ধরণে আজ নব্যতা।
রাতের শেষে কোন আলোতে ভরছে চোখ?
অবাক হয়ে তাকিয়ে থাকে বিশ্বলোক।
বাবার বুকে ছোট্ট শিশু অসহায়,
কান্নাগুলো লুকিয়ে রাখা ভীষণ দায়।
স্বপ্ন ঘেরা বিদ্যাপীঠে শাসক দল,
অট্টহেসে মাড়িয়ে চলে চোখের জল।
কত ফাহাদ নিথর দেহে ফিরবে আর?
কভু কি আর মানবতার খুলবে দ্বার?
রক্ত মেখে বিবর্ণ হয় সবুজ ঘাস,
তবু্ও সেই সভ্যতারই করছি চাষ!
হাতের মুঠোয় বাঁধনহারা যৌনতা,
বিবেক জুড়ে বরফ শীতল মৌনতা।
শিয়াল কুকুর  রাস্তা ঘাটে  প্রতিদিন,
অচিন বোনের লজ্জা কেড়ে বাড়ায় ঋণ।
সবার প্রতি কর্তা ভীষণ সিনসিয়ার,
নেয় না শুধু বৃদ্ধ অচল মায়ের ভার।
দেশের রাজা পুলিশ এখন লাগামহীন,
প্রতিবাদের ধ্বংসলীলায় বাজায় বীণ।
উঁচু দরের মানুষগুলো করছে রোজ,
দূর্নীতি আর ঘুষের টাকায় দারুণ ভোজ।
পথের শিশু পায় না খেতে – করুণ বেশ,
মহান নেতার টাকা-কড়ির নেইকো শেষ।
ড্রয়ার ভরে টাকা এখন বস্তাতে,
এখন নেতা কিনতে পারেন সস্তাতে।
স্বাধীনতার সুফল শুধু তারাই পায়,
শাষক দলের রঙ্গিন জামা যাদের গায়।
ভিন্ন রূপে চলছে সবাই – ভিন্ন সাজ,
সভ্য জাতি বলতে এখন নেইকো লাজ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়