সুখ/তাছাদ্দুক হোসেন

এত্তোটুকুন ছিল খেলার মাঠ
সেই মাঠেতেই আজকে বসে
রঙের দোকানপাট।

চিলতে ক্ষাণিক চিলেকোঠার ঘর
বাও-বাতাসে কাঁপেরে থত্থর।

তালপুকুরে জল ছিল থই থই
শুকিয়ে কাঠ আজকে সেথায়
ঘটিও ডুবে কই?
পাখির দলে পায় না জিওল মাছ
উড়াল দিলো শূন‍্যে বনের গাছ।

হেঁটেই পাড়ি দিচ্ছি নদীর বুক
পাড়ের কড়ি লাগছে না রে
এই আমাদের সুখ।