সেই ছেলেটি II আহমেদ রব্বানী

এক দেশে এক ছেলে ছিল
ঝাঁকড়া মাথার চুল,
সেই ছেলেকে চিনতে তোমরা
করবে না কেউ ভুল।

দুঃখ কষ্টে সেই ছেলেটির
হয়েছে দিন পার,
কোনো মতে দিন গুজরান
অভাবের সংসার।

মসজিদে সে আজান দিত
যেত লেটোর দলে,
বিদ্রোহে তার সারা অঙ্গে
দ্রোহের আগুন জ্বলে!

দু’বেলাতে দু’মুঠো ভাত
পায়নি কভু খেতে
তবু সৃষ্টি সুখের উল্লাসেতে
উঠেছিল মেতে!

এমন ছেলে চিনতে বলো
কেউ করে কি ভুল?
দুখু মিঞা সেই ছেলেটি
আমাদের নজরুল।

মন্তব্য করুন