স্বপ্ন/ সুপ্রিয়া বিশ্বাস

একটি কবিতা লিখব লিখব করে লেখা হয়নি,
একটি গান গাইব গাইব ভেবে গাওয়া হয়নি,
একটি ছবি আঁকতে চেয়েও আঁকতে পারিনি
একটি কথা বলতে যেয়েও বলা হয়নি।
একটি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গিয়েছিল,
স্বপ্নটা আর দেখা হয়নি…!
একটি দিবাস্বপ্নে বিভোর ছিলাম
স্বপ্নটা খান খান হয়ে ভেঙে গিয়েছিল কাঁচের চুড়ির মতো…!
আমি ভেঙে যাওয়া স্বপ্নকে গড়তে গড়তে সময় পার করি ,
গভীর সমুদ্রে বয়ে যাওয়া জলযানে একাকী নাবিকের মতো…!
উত্তাল ঢেউয়ে স্বপ্নটি…
একবার ভাসে,
একবার হাসে ,
একবার কাঁদে ,
একবার নাচে চোখের তারায় ,
আবার তলিয়ে যায় মহাসমুদ্রের জলরাশির মাঝে,
মনের আয়নায় আবার খুশিতে ভাসে,
স্বপ্নেরা নীলাকাশের গায়ে গায়ে তুলো তুলো মেঘ হয়ে ওড়ে…!
আমি স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে রই !