হেমন্তের স্বর্ণালি সকাল।। সুপ্রিয়া বিশ্বাস

কুয়াশা মাখা হেমন্তের ভোর
তুমি কি সুন্দর!
তুমি হাঁটছো ধীরে ধীরে আলোর দিকে
আমি দেখছি অপলকে
শীতের আগমণী কুয়াশামাখা মুখখানি তোমার!
দেবদারু গাছের পাতা বেয়ে নেমে আসা
একমুঠো সোনা রোদ্দুরে
আলো ঝলমল স্নিগ্ধ সকালে
তোমার অপরূপ রূপ ভরে আছে অনাবিল স্নিগ্ধতায়!
বিলে ঝিলে ফুটে থাকা
বেগুনি আর সাদায় মাখামাখি কস্তুরিফুলের শোভা
তোমার নরম আলোয় আরো মনোলোভা।
বাংলার রূপ চিরসবুজ
ঝাঁকে ঝাঁকে সাদা বক উড়ে যায় দিগন্ত রেখায়
সোনালী রোদ্দুরে সারসেরা ঢেউ তোলে পাখায়
পাখায়!
মাঠে মাঠে সোনালী ধানে স্বপ্ন আঁকে কৃষকের আবগী চোখ
নতুন দিনের আশায়।
চঞ্চলা হরিণীর ন্যায় কৃষানী বধু
সর্পিল বেণী পিঠে দুলিয়ে রিনিঝিনি নিক্কনে
সংসার সাজায়!
পিঠে খাওয়ার ধুম পড়ে যায় গ্রামীণ বাংলায়।
আমি মুগ্ধ চোখে দেখি বাংলার রূপ
হেমন্তের স্বর্নালী সকাল বেলায়‌!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়