টিয়েপাখি রঙের প্রেমিকা আমার সম্ভ্রান্ত
হৃৎপিণ্ড যার ভালোবাসার জোয়ারে ভেসে
মহুয়ার বনে তার সৌরভ ছড়ালো উদ্ভ্রান্ত
যার সময় কাটে নিতান্তই হেসেখেলে।
পুকুরপাড়ে লেবুর তলায় বিছিয়ে মন
সোনামুখী সুঁইয়ে আঁকে নকশি নিপুণ
তার গুণে মুগ্ধ পড়শি প্রতিবেশীজন
কথায় মুক্তা ঝরে-বান্ধবীরা হেসে হেসে খুন।
খাঁচাহারা পাখির মতো বেসামাল সে
আমার চোখে চোখ রেখেছে ঠিক স্থির
প্রথম দেখার মতোই দেখছে আমাকে যে
তার বুকে ভালোবাসা সমুদ্র গভীর।
কাঁচাসোনা রূপে আমি মজেছি কেবল
এ পাড়ার ছোট-বড় সকলের প্রিয়
তার কথা ভেবে আজ চোখে আসে জল
কে যাও সেখানে তুমি পত্রটা দিও।