আঁখিজল || অলিয়ার রহমান

তোমার চোখের অশ্রু দেখে ভাবি,
চোখের জলেও আছে আমার দাবি।
দেখি তোমার কান্না হাসির খেলা,
আমার কাটে ব্যস্ত ব্যাকুল বেলা।
যতই আমি মুছি চোখের জল,
দুষ্টু লোকে খুঁজবে তাতে ছল!
তাতে আমার কীবা আসে যায়?
ক’জন জানে ভালোবাসার দায়?
ক’জন বোঝে জীবন মানে তুমি?
ক’জন খোঁজে স্বপ্নচারণ ভূমি?
আমার স্বপন তোমার জীবন ঘিরে,
তাইতো তোমায় খুঁজি নয়ন নীড়ে।
তোমার চোখে জল যদি না আসে,
আমার নয়ন সাগর জলে ভাসে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়