আমন্ত্রণ/আঞ্জুমান আরা খান




আবির ছড়াল গোধূলি লগ্ন
সেঁজুতির নেই তাড়া,
পূর্ণ তিথির ষোড়শী উচ্ছ্বাস
আলোয় নাচবে ধরা।

আলো আঁধারে চলবে খেলা
বৃক্ষরাজির তলে,
গভীর প্রণয়ে ঝিরিহাওয়া বয়ে
নিশি যাবে কথা বলে।

তরুলতা মাঝে প্রেয়সীর খোঁজে
নীড় ছেড়ে পাখি রইবে উদাস!
মাতাল আবেশে কুঞ্জ-কানন
ছড়াবে তাদের ফুলেল সুবাস।

নিশিজাগরণ নেই তো বারণ,
সবুজ ঘাসেরা পাতবে আসন,
বলবে ডেকে বিমূর্ত ক্ষন
এসো… হে… এসো,
সবার তরে খোলা আমন্ত্রণ।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান