আমার ধাতে নেই/জাহিদুল যাদু

স্বাধীনতার পঞ্চাশ বছরে আমি কি বৃদ্ধ হয়ে গেছি!
অন্ধ, বধির, বোধশক্তিহীন হয়ে গেছি!
আমার রাজপথে কোনো মিছিল নেই! কেন?
আমার চারপাশে কোনো প্রতিবাদ নেই! কেন?
তবে কি খুব সুখে আছি?
তবে কি মাত্রাতিরিক্ত শুদ্ধ হয়ে গেছি!
নাকি স্বৈরাচার বা তারও অধিক স্বেচ্ছাচারী হয়ে গেছি?
প্রতিটি দিন ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে অথচ কেমন শান্ত!
কেমন সুনশান নীরবতা আমার বুক জুড়ে!
কোনো না কোনো অপকর্ম ভাইরাল হচ্ছে প্রতিদিন এই আমারই বাংলার বুকে।
আমি নিঃশ্চুপ হয়ে আছি! কেন, কেন?

দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা আর
অগণন প্রাণের আত্মবলিদানে
পৃথিবীর মানচিত্রে চিরভাস্বর আমি কি
যৌবনকে পার করে এসেছি!
চোখ বুজে মুখ গুঁজে কেবলই বেঁচে আছি!
এ কেমন বাঁচা?
জাতির সূর্যসন্তানদের রক্ত তবে কথা কি আর কবে না!
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে না কোনো কণ্ঠস্বর?
কেবলই স্তবকের হবে জয়?
ক্ষয়ে যাব, সয়ে যাব আমি? কেন, কেন?

এ কোন পাপ বেঁধেছে বাসা আমারই বুকে!
এ কোন দোজখ জ্বেলেছে অনল, সবুজ ব-দ্বীপে?
এ কোন অনাচার করছে বিচরণ, প্রতিটি রন্ধ্রে!

আমি ফের ঘুরে দাঁড়াব, উপড়ে ফেলব।
আমি ফের উন্মাদ হব, রণহুঙ্কার দেবো।
ফের ডেকে নেবো উদ্দীপ্ত আপসহীন যৌবন।

আমার চোখে ঘুম নেই
আমার বুকে শান্তি নেই
আমার স্বাধীনতা, স্বস্তি, গৌরব কেড়ে নেবো
আমার ঐতিহ্য ফিরিয়ে আনতে রক্তই দেবো।

এই মিথ্যা ভড়ং আমার দরকার নেই
ন্যায্য কথা না বলতে পারার-
বিরোধিতা না করতে পারার,
বিনয়?
আমার ধাতে নেই!