ইচ্ছে করে।। মাহমুদা রিনি

ইচ্ছে করে পাহাড় হতে!
জ্ঞানতাপস ঋষির মত
অঙ্গে জটাজালের যত
বৃক্ষরাজি শোভিত হয়ে
স্থানু হয়ে বসতে।
যা কিছু ভার, না পাওয়া সার-
দুঃখ ব্যথা ভুলতে!

ইচ্ছে করে নদী হতে!
কলকলিয়ে ছলছলিয়ে
কূলে কূলে চোখ বুলিয়ে
অজানা সব নগর বেয়ে
ছন্দ তুলে চলতে।
পিছনের সব বেদনা ভুলে
ঢেউয়ের সাথে দুলতে।

ইচ্ছে করে পাখি হতে,
ইচ্ছে করে মেঘ হতে!
যাযাবর মেঘপিয়ন হয়ে
পাখির ডানায় তাল মিলিয়ে
দুঃখগুলো উড়িয়ে দিয়ে
চাঁদের মতো হাসতে।
স্বপ্নগুলো সত্যি ভেবে
মেঘের মত ভাসতে।

তবু আমি মানুষ হলাম!
ডানাভাঙা পাখির মতো
ঝাপটে মরি বেদনাহত,
ক্লান্ত চরণ, আকুল নয়ন–
জীবনতরী বাইতে।
ঘরবিবাগী হতে চেয়েও– চাই
ঘরের চাকায় ঘুরতে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়